১৯ তারিখ পর্যন্ত সময় দিয়ে শ্রম প্রতিমন্ত্রীর দায়িত্বহীন ঘোষণা মালিকদের বেতন-বোনাস না দেওয়ার উৎসাহ বার্তা।
গার্মেন্ট শ্রমিক টিইউসি তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস ১৯ জুলাইয়ের মধ্যে পরিশোধের জন্য শ্রম প্রতিমন্ত্রীর ঘোষণার প্রতীবাদ জানিয়াছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে।
সংগঠনের সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রমিকনেতা ইকবাল হোসেন এই বিবৃতিতে বলেন যে, আগামী ১৮ জুলাই থেকে দেশের অধিকাংশ গার্মেন্ট কারখানা ছুটি হয়ে যাবে। শ্রমিকদের গত জুনের বেতন শ্রম আইন অনুযায়ী ৮ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার বিধান থাকা সত্ত্বেও ১৯ তারিখ সময় দিয়ে ঘোষণা দেওয়া বে-আইনী ও দায়িত্বহীনতো বটেই এমনকি চরম উস্কানীমূলক মুলক।
গার্মেন্ট শ্রমিকরা জীবনের ঝুঁকি মাথায় নিয়ে উৎপাদন কাজ অব্যাহত রেখেছে, দেশের শ্রমিকসমাজের পক্ষ থেকে ১২ জুলাইয়ের মধ্যে বকেয়া বেতন-বোনাস এবং ঈদের আগে জুলাই মাসের অর্ধেক বেতন প্রদানের দাবিতে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেন এই বিষয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র দাবী জানিয়ে আসছে। নেতৃবৃন্দ বলেন, বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস এবং সকল বকেয়া বেতন ও চলতি মাসের অর্ধেক বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে। কোনপ্রকার তালবাহানা সহ্য না করে কঠোর আন্দোলনের মাধ্যমে বেতন – বোনাস আদায় করতে শ্রমিকদের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।