কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক সহযোগিত্যা কুমিল্লা রেলস্টেশন এলাকায় নানা শ্রেনীর মানুষের মাঝে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা এবং পরামর্শ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে | ৭ ও ৮ জুন দুইদিন ব্যাপি সকাল ৯টা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় |
৭জুন সোমবার সকাল ৯ ঘটিকায় সময়ে এইচআইভি পরীক্ষা এবং পরামর্শ বিষয়ক ক্যাম্পেইন উদ্বোধন এইডস এসটিডি কন্ট্রোলের লাইন ডিরেক্টর মোঃ শামিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ মহিউদ্দিন ও ডাক্তার মোঃ বেলাল হোসেন উপস্থিত থেকে উক্ত ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন ।
কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের আয়োজনে জাতীয় এইডস/ এসটিডি কন্ট্রোল স্বাস্থ্য অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সমন্বয়ে এইচআইভি পরীক্ষা এবং পরামর্শ বিষয়ক ক্যাম্পেইনে বেসরকারি উন্নয়ন সংস্থার কেয়ার বাংলাদেশ এর টিম লিডার আক্তার জাহান শিল্পী এবং তার সহকর্মীরা এইচআইভি পরীক্ষা করেন এবং পরামর্শ প্রদান করেন |
এ সময় এইডস্ এটিডি এবং টিবি কন্ট্রোলের লাইন ডাইরেক্টর মোঃ সামিউল আলম সকলের উদ্দেশ্যে এইচআইভি পরীক্ষা করানোর উপকারীতা তুলে ধরেন। তিনি আরোও বলেন এই রোগে কেউ আক্রান্ত হলে তাকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে হবে ও সবাইকে এই রোগ বিষয়ে সচেতন থাকতে হবে | এইচআইভি পজেটিভ ব্যক্তির সাথে অনিরাপদ যৌন্য মিলন করলে, সুইজ সিরিজ ভাগাভাগি করে ব্যবহার করিলে ও আক্রান্ত মা হতে শিশুরা এই রোগে আক্রান্ত হতে পারে বলে তিনি জানান |
এইচআইভি পরীক্ষা এবং পরামর্শ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আইসিডিডিআরবির এইচআইভি এইডস ডিভিশনের ডাঃ মোঃ গোলাম সরোয়ার রনি, এইচআইভি এইডস নিয়ে কাজ করেন, টিম লিডার আক্তার জাহান শিল্পী এবং কুমিল্লা মেডিকেল কলেজ এর অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির কাউন্সিলর মোহাম্মদ আরিফ পিয়ার, কাউন্সিলর ফারজানা আক্তার, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মেডিকেল এসিস্ট্যান্ট মোঃ- মোঃ রফিকুল ইসলাম, সহ প্রমুখ উপস্হিত ছিলেন।