পাবনা-আর আতাইকুলা ইউনিয়নে বনগ্রাম মালপাড়া বাইতুল নুর জামে মসজিদের শুভ উদ্বোধন |

পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন আর আতাইকুলা ইউনিয়নে বনগ্রাম মালপাড়া বাইতুল নুর জামে মসজিদ এর শুভ উদ্বোধন করা হয়েছে |

আজ শুক্রবার ২৮মে আর আতাইকুলা ইউনিয়নে বনগ্রাম মালপাড়ায় নতুন বাইতুল নুর জামে মসজিদের উদ্বোধন করা হয় | নতুন মসজিদ উদ্বোধন উপলক্ষে এলাকার মুসল্লীরা সকাল সকালে মসজিদে নামাজ আদায় করার জন্য উপস্থিত হয় | ফলে মুসল্লীদের আগমনে মসজিদ পরিপুর্ন হয়ে যায় |

আর আতাইকুলা ইউনিয়নে বনগ্রাম মালপাড়ায় নতুন বাইতুল নুর জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনসুরুল আলম পিন্চু|

বাইতুল নুর জামে মসজিদ উদ্বোধনের সময়ে মসজিদের ইমাম মাওলানা মোঃ সুমন মাল খুতবা পাঠ করেন ও নামাজে ইমামতি করেন | নামাজ শেষে বাংলাদেশ দেশসহ সমগ্র বিশ্বের মানুষের শান্তির জন্য আল্লাহর নিকট দোয়া করা হয় । বিশেষ করে করোনা ভাইরাস হতে মুক্তির লক্ষ্যে মহান সৃষ্টি কর্তার নিকট দোয়া ও প্রার্থনা করা হয় ।

মসজিদ উদ্ধোধন অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তরা বলেন মসজিদ আল্লাহর ঘর । এলাকার সকল মুসল্লীগণ মিলে মিশে এই মসজিদটিতে ইবাদত বন্দগী করবেন ও মসজিদের সাথে সম্পর্ক রাখবেন ও সকলেই একত্রে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবেন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মসজিদটিকে সুন্দর করে গড়ে তুলবেন বলে আশা করা হয় ।

শেয়ার করুনঃ