গাজিপুরের কালিয়াকৈর গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত |

গাজিপুরের কালিয়াকৈর এ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কালিয়াকৈর কমিটির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে |আজ ২৮ মে, শুক্রবার, সকাল ১০ টায়, গার্মেন্ট শ্রমিকদের নিয়ে গাজিপুরের কালিয়াকৈর উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মোঃ এনামুল হক মনির পরিচালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্বে করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কালিয়াকৈর কমিটির সভাপতি আমিনুল ইসলাম | আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় শ্রম আইন সংশোধন,ট্রেড ইউনিয়ন গঠন ও ট্রেড ইউনিয়ন বিষয়ে ধারনা প্রদান করা হয় |

এ সময়ে বক্তরা বলেন আমাদের দেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র থাকার পরেও এর সুফল শ্রমিকরা পাচ্ছেন না। তাই গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সার্বিক সহযোগিতায় শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ভাইবোনেরা উপকৃত হবেন বলে শ্রমিক নেতাদের প্রত্যাশা |

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টুসহ প্রমুখ ।

শেয়ার করুনঃ