আজ ৮ম রমজান রোজ় বুধবার সাতক্ষীরা জেলার চালতিতোলা পাড়ায় মাদ্রাসার বাচ্চাদের মাঝে উপহার হিসেবে ইফতারি বিতরণ করেছেন পথশিশু কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির কর্মীরা ।
আর তাই আমাদের সাতক্ষীরা জেলা অদম্য সেচ্ছাসেবীরা সীমিত আকারে পুরো মাসব্যাপি ইফতার বিতরন করার উদ্যোগে কাজ করে যাচ্ছেন।
পথশিশু কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মোঃ ইয়াছিন আলি বলেন মানুষকে কিছুটা উপকার করতে, তার মুখে হাসি ফুটাতে খুব বেশি কিছুর প্রয়োজন হয়না,শুধু প্রয়োজন হয় একটু মনুষ্যত্বের, একটু মানবতার আর একটু ভালোবাসার তাহলেই সম্ভব একটি সুন্দর হাসি দেখে নিজের আত্নিক প্রশান্তি অনুভব করার |
শিশু বাচ্ছাদের হাতে ইফতারি তুলে দিয়ে ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির অর্থ সম্পাদক সাহিন আলম বলেন আমরা মানুষের পাশে থাকে সহযোগিতা করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন |