করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বের মানুষ মহা-আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে । কোন মানুষই এই ভাইরাস হতে নিরাপদ নয় । বিগত বছরের ন্যায় এ বছর এই রোগের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । সেই সাথে মৃত্যুর পাল্লাও ভারি হচ্ছে | রোগ হতে মানুষকে রক্ষার্থে বাংলাদেশ সরকার স্বাস্থ্য বিধি পালনে দেশ ব্যপি সাত দিনের সর্বাত্নক লকডাউন ঘোষনা করেছেন । যাতে মানুষ নিরাপদে ঘরে থাকতে পারে ও রোগ হতে রক্ষা পায় ।
এরই ধারাবাহিকতায় পাবনা জেলা সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর ইউনিয়নের বাজারগুলোত করোনার ২য় ডেউ মোকাবেলায় ২য় দিনের সর্বাত্নক কঠোর লকডাউন পালিত হয়েছে ।
১৫ এপ্রিল বৃহস্পতিবার কাশিনাথপুরের সাপ্তাহিক হাট ছিল । এ হাটে বেশ কয়েকটি উপজেলার মানুষ আগমন করে । যার ফলে বহু মানুষের সমাগাম হওয়াটা স্বাভাবিক ব্যাপার । লকডাউন চলাকালে কাশিনাথপুর বাজারের অধিকাংশ মার্কেট ,দোকান, ও বিপনী বিতান বন্ধ ছিল । মানুষের উপস্থিত ছিল স্বাভাবিক । হাটে যাদের বিশেষ প্রয়োজন ছিল তাই মালামাল ক্রয় বিক্রয় করেছেন । হাটে আগত ক্রেতা-বিক্রেতারা সামাজিক দূরত্ব বাজায় রেখে ও মাস্ক পরিধান করে হাটে এসে ছিলেন এমন দৃশ্য লক্ষ্য করা গেছে । যেহেতু হাটটি ছিল সাপ্তাহিক বড় হাট । তাই মানুষের ব্যাপক সমাগম হবে এই বিষয়টি মাথায় রেখে সাঁথিয়া থানার পুলিশ কর্মকর্তারা সর্বাত্নক প্রস্তুতি গ্রহণ করেছিলেন যাতে করে আইন শৃঙ্খলা পালন সহ স্বাস্থ্য বিধি পালনের মাধ্যমে ক্রেতা-বিক্রেতা কেনা বেচা করতে পারে । হাটকে কেন্দ্রে করে আইন শৃঙ্খলা বাহিনদের তৎপড়তা লক্ষ্য গেছে ।
কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই মো: শাহ আলম জানান যে, যেহেতু আজকের হাট সাপ্তাহের সবচেয়ে বড় হাট । বহু মানুষের উপস্থিত হবে এমনটা বিবেচনায় নিয়ে আমরা আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়ন সহ মানুষজন যেন স্বাস্থ্য সুরক্ষা মেনে সামাজিক দূরত্ব বাজায় রেখে ক্রয় -বিক্রয় করতে পারে তার জন্য আমাদের পুলিশ বাহিনীর সদস্যগণ বন্ধুসুল্ভ সহনীয় আচরণের মাধ্যমে সবাইকে বুঝানো হয় যাতে করে সবাই সরকারি স্বাস্থ্য বিধি পালনের মাধ্যমে ক্রয় বিক্রয় করেন । তিনি আরোও বলেন যে ৭দিনের লকডাউনের এই সময়ের মধ্যে আগামী রবিবার কাশিনাথপুরে সাপ্তাহিক হাট বসবে । বরিবারের হাটি কাশিনাথপুর আ: লতিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে । এব্যাপারে হাট পরিচালনাকারি কমিটির সাথে আলোচনা সাপেক্ষে হাট স্থানান্তরের বিষয়টি মাইকিং করে এলাকার সর্বসাধারণ মানুষদেরবে জানানো হয়েছে , সেই সাথে সবাইকে মাস্ক পরিধার করে হাটে আসার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান ।
হাটের সার্বিক আইন শৃঙ্খলায় দায়িত্বে ছিলেন এসআই মো: শাহ আলম, এএসআই মো: হারুন অর রশিদ, এএসআই এবি আমিরুল সহ পুলিশের সদস্য আইন শৃঙ্খলার কাজে দায়িত্ব পালন করেন |