শ্রমজীবী মানুষের স্বাস্থ্য, খাদ্য ও চাকুরির নিরাপত্তা নিশ্চিত করুন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নির্বাহী কমিটির সভার আহ্বান
গত ১৩ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। সভা থেকে সকল জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় স্বার্থে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে গ্রাম-শহরের শ্রমজীবী বিশেষত দিন আনে দিন খায় মানুষদের খাদ্য দ্রব্য ও নগদ অর্থ প্রদানের জোর দাবি জানানো হয়।
টিইউসি’র সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, মাহাবুব আলম, আবুল কালাম আজাদ, আ. মালেক, সাহিদা পারভীন শিখা ও কাজী রুহুল আমিন।
সকল শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং চাকুরি ও কাজের নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নোক্ত দাবি উত্থাপন করা হয়
(১) লকডাউন চলাকালে গ্রাম-শহরের কর্মহীন শ্রমজীবী মানুষদেরকে খাদ্যদ্রব্য ও নগদ অর্থ প্রদান করতে হবে।
(২) সকল শ্রমিক-কর্মচারীকে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে।
(৩) শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে করোনা টেস্ট, টিকা প্রদান এবং আইসোলেশন সুবিদাসহ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
(৪) বকেয়া বেতন-ভাতা এবং এক মাসের মূল মজুরির সমপরিমাণ উৎসব ভাতা পরিশোধ করতে হবে।
(৫) কোনোভাবেই শ্রমিক-কর্মচারীদেরকে চাকুরিচ্যুত করা যাবে না।