লকডাউন, লকডাউন, লকডাউন “বেঁচে থাকার লড়াই “

    শ্রমজীবী মানুষের মাঝে নেমে এসেছে হতাশা।ভেবে দেখেছেন কি? তারা দিন আনে দিন খায় কি ভাবে বেঁচে থাকবে। গত করোনায় ঘরে ঘরে আর্তনাদ করেছে খাবার নাই। শ্রমজীবী মানুষ পূর্বের ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি, আবার সেই ধাক্কা, যুব সমাজ আজ ধংসের পথে স্কুল কলেজ বন্ধ তারা বিভিন্ন অসত্য কাজের সাথে জড়িয়ে পড়েছে, নেশার সাথে যুক্ত হয়েছে, অসংখ্য বাল্য বিবাহ হচ্ছে, সাধারণ মানুষের কাছে লক ডাউন মানে গলার ফাঁস, উচ্চ বিত্তরা আরো উঁচুতে উঠবে, নেতাদের পকেট ভরবে।আর শ্রমজীবী মানুষ মুখ লুকিয়ে কাঁদবে, চাই না এই লক ডাউন আমরা ২ বেলা খেয়ে বাঁচতে চাই মহামারি করোনায় সচেতনতা দরকার প্রতিরোধ করার জন্য লক ডাউন সমাধান না,করোনায় মৃত্যু হওয়ার আগে না খেয়ে প্রান যাবে লক্ষ লক্ষ মানুষের। সরকার আগে নিশ্চিত করুক খেটে খাওয়া দিন মজুর শ্রমিকের ২ মুঠো খাবার। এটা আমাদের শ্রমোজীবী মানুষের দাবী।

    লিখেছেনঃ পাপিয়া সুলতানা, কমিউনিটি অর্গানাইজার, বাংলাদেশ নারী প্রগতি সংঘ

    শেয়ার করুনঃ