শ্যামল বাংলা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে সাভার-আশুলিয়ার নবীনগর ডেন্ডাবর,( পল্লী বিদ্যুৎ) এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে মাস্ক বিতরণ ও জনসচেতনতায় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে ।
২রা এপ্রিল শুক্রবার শ্যামল বাংলা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি এর আহবায়ক এবং নিউজটেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন উপস্থিতে থেকে মাস্ক বিতরণ ও জনসচেতনতায় ক্যাম্পিং এবং লিফলেট বিতরণ কার্যটি পরিচালনা করেন ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, শ্যামল বাংলা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি সদস্য মোঃ রাকিবুল হাসান, আলী ট্রের্ড করর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, সমাজ সেবক মোহাম্মদ আলী, কাজী মনিরুল ইসলাম (মনির), মোঃ মোতাসিন বিল্লাহ, মোঃ শামসুল আলম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ে মোঃ রাকিবুল হাসান বক্তব্যে বলেন আমরা সবাই মাক্স ব্যবহার করার মাধ্যমে সরকারি স্বাস্থ্য বিধি পালনে নিজেরা সহ সবাই সুস্থ্য থাকবো | সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার ব্যাপারে সবার প্রতি তিনি আহবান জানান।
করোনা কালিন সময়ে মাস্ক বিতরণ কালে শ্যামল বাংলা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক এবং নিউজটেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কেন্দ্রীয় কমিটির বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে কমিটি আছে জনসচেতনতায় ও মাক্স বিতরণ ক্যাম্পেইন চলছে আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাব আপনারা সরকারের ঘোষিত নির্দেশাবলী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন ।
শ্যামল বাংলা ফাউন্ডেশন সদস্যদের অর্থায়নে পরিচালিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান চাইলে আপনিও এই মহতী কাজে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন সদস্য হতে পারেন আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠানের।