পাবনা জেলার কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় কর্তৃক মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে বীর শহীদদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন ।
মহান স্বাধীনতা দিবসে কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় উদ্দোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এই দেশটির স্বাধীনতার ৫০তম বার্ষিকী আজ | সারাদেশ ব্যপি নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি |
এ সময়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান, অভিভাবক সদস্য জনাব মোঃ সবুজ, শিক্ষক প্রতিনিধি জনাব মোঃ বি.এম আসাদুজ্জামান, সহঃ প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র ও সহকারী শিক্ষক মন্ডলী ও কর্মচারী বৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মোঃ আলম মোল্লা সহ প্রমুখ উপস্থিত ছিলেন ।