কাশিনাথপুর মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত।

পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ ৭মার্চ রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন এই আলোচনা সভার মাধ্যমে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র চিত্তে স্বরণ করেন শিক্ষক-শিক্ষীকাবৃন্দগণ ।

আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তরা বলেন আজ ঐতিহাসিক ৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে ঘোষণা দেন বাংলাদেশের স্বাধীনতার। এই ভাষণকে ইউনেস্কো বিশ্বের ইতিহাসের এক শ্রেষ্ঠ ভাষণ বলে স্বীকৃতি দিয়েছে। আজ আমরা এই ভাষণের সুবর্ণ জয়ন্তি পালন করছি। জাতির জনকের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুধু বাংলাদেশের মানুষের হৃদয়কেই নাড়া দেয়নি, ভাষণটি সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এ ভাষণের মধ্য দিয়ে সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলেন জাতির জনক। তিনি একটি ভাষণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সামগ্রিক দিকনির্দেশনা দিয়েছিলেন।

এ সময়ে কলেজের শিক্ষক-শিক্ষীকাবৃন্দগণ উপস্থিত ছিলেন

শেয়ার করুনঃ