সমাবেশে রিক্সা ও ভ্যান শ্রমিকদের ৬ দফা দাবী মেনে নেওয়ার আহবান।

আজ ৬ মার্চ ২০২১, শুক্রবার বিকাল ৪ টায়, আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে অটোরিক্সা-ভ্যান চলাচলে বাঁধা প্রদান, চাঁদাবাজি হয়রানি সহ ৬ দফা দাবীতে আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে শ্রমিক সমাবেশ ও রেলির আয়োজন করে কিন্তু পুলিশের বাধার কারনে ফ্যান্টাসি কিংডমের সামনে সমাবেশ করতে পারেনি। পরে ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে বাইপাইল লাল পতাকা মিছিল শেষে বাইপাইল বাসস্ট্রেডে পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঢাকা মহনগর কমিটির সাধারণ সম্পাদক আসলাম খান, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক কাজী রুহুল আমীন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইদ্রীস আলী, সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি খাইরুল মামুন মিন্টু, সহ সভাপতি সাইফুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আলতাব হোসেন।

শেয়ার করুনঃ