পাবনা জেলার সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস – ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও যথাযোগ্য সম্মানের সহিত করেন ।
একুশের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পাবনা-১ আসনের এমপি অভিভাবক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃশামসুল হক টুকু ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বায়ান্ন’র ২১ ফেব্রুয়ারীর সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃশামসুল হক টুকু ( এমপি) বলেন বিনম্র শ্রদ্ধা আর সম্মানের সাথে স্মরণ করছি সে সমস্ত মানুষদের যারা মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি আরোও বলেন বহু প্রাণের আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে বাংলাভাষা তাই তাদের সেই ঋণ আমরা কখনোও ভুলতে পারনা, তারা আমদের নিকট অমর হয়ে থাকবেন ।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেত্রবৃন্দ, পৌর আওয়ামীলীগ,সাঁথিয়া উপজেলা আওয়ামী যুবলীগ,সাঁথিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের নেত্রবৃন্দসহ প্রমুখ ।