পথশিশু কল্যাণ ফাউন্ডেশন কেন্দীয় পরিষদ থেকে ৩১-০১-২১ রোজ রবিবার পথশিশু কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার ২০২১ সেশনের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে |
উক্ত কমিটি সবাইকে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল হাসান রাসেল অভিনন্দন জানান এবং তিনি সবাইকে আরো বেশি মনযোগী হয়ে কাজ করার জন্য আহ্বান জানান নতুন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হলো উপদেষ্টা পরিষদ সামছুদ্দিন আহমেদ সোহেল ইয়াছিন আলী আঃ আলিম মোঃ মনিরুল ইসলাম সভাপতি- ইয়াছিন আলী (আরিফ) সহ সভাপতি- সোহেল রানা সাধারণ সম্পাদক- আল আমিন হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক – আলাউদ্দিন ইকবল অর্থ সম্পাদক – আবিদ হোসেন সহ-অর্থ সম্পাদক- মুকুল হোসেন সাংগঠনিক সম্পাদক – রাসেল বাসার সহ-সাংগঠনিক সম্পাদক- আসিফ মোড়ল প্রোগ্রাম সম্পাদক- আঃ হান্নান সহ প্রোগ্রাম সম্পাদক- সরিফ খান দুই টাকা শিক্ষা উপকরণ প্রজেক্ট সমন্বায়ক: মেহেদী হাসান তুহিন সহ দুই টাকা শিক্ষা উপকরণ প্রজেক্ট সমন্বায়ক: হাসানুর রহমান (হাসান) আইটি এন্ড মিডিয়া সমন্বয়কঃ মোঃ রাসেদুজ্জামান সমাজ কল্যাণ সম্পাদকঃ রুহুল আমিন সহ-সমাজ কল্যাণ সম্পাদকঃ ইসা বাবু অদম্য ব্লাড ব্যাংক সমন্বয়কঃ এস এম ওবাদুল্লাহ সহ-অদম্য ব্লাড ব্যাংক সমন্বয়কঃ রুবিনা পারভিন হাসির খাবার প্রোজেক্ট সমন্বয়কঃ নাজমুল হোসেন সদস্য : ইব্রাহিম খলিল আব্দুর রহমান আবু হুসাইন গাজি আবু মুছা ফারহান রুমি শাওন ফারহানা আক্তার যোতি কাজি হামিদুল আল মামুন হাবিবুর রহমান হাবিব আল-আমিন হোসেন (২) মাসুদ রানা মিলন শাহিন আলম ফরহাদ মহাসিন কবির নাজমুস সাহাদাত ফারহান আক্তার জতি সৈয়দ সাকিব আলম শেখ আবদুর রউব শেখ আকাশ গাজি কেয়া মোঃ সাইফুজ্জামান মাকসুদা পারভিন মিলন সাব্বির হোসেন মোস্তফা আল মাদানী শেখ আঃ রউফ মোঃ সুমন হোসেন মেহেদী হাসান ফরহাদ রুমা পারভিন হিরা বিনতে হাবিব তৌফিকুর রহমান |
সাতক্ষীরা জেলা শাখা কমিটির সভাপতি ইয়াছিন আলী আরিফ বলেন যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তাদের জন্য কাজ করতে পারি এবং সবাই কে তার পাশে থেকে সহযোতিতা করার জন্য আহ্বান জানান তিনি আরো বলেন সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ |
সাধারণ সম্পাদক আল আমিন হোসেন বলেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার উপর দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকতে পারি এবং সবাই আমাদের সাথে এগিয়ে আসুন মানবতার কল্যাণে সবাই এক সাথে কাজ করবো ইনশাআল্লাহ এবং তিনি আরো বলেন কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় কমিটি সকলের উপর আমার উপর ২য় মেয়াদে দায়িত্ব দেওয়ার জন্য |