পাবনার বেড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সবুর আলী এর সাথে বেড়া সরকারি কলেজের শিক্ষকদের সৌজন্য সাক্ষাতসহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ২৬/০১/২০২১ইং তারিখে বেড়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে নবনিযুক্ত ইউএনও এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠতি হয় । এ সময়ে নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা জানান ও শিক্ষকগণ পরিচিত হয়ে কুশল বিনিময় করেন ।
এ সময়ে ইউএনও মোঃ সবুর আলী বলেন উপজেলার প্রভূত উন্নয়ন অগ্রগতি ও আইন শৃঙ্খলা রক্ষায় কর্মরত ব্যক্তিগণ সহ সকলের সহযোগিতা কামনা করেন । উন্নয়নমূলক সম্ভবনাময়ী সকল কাজে প্রশাসন অতীতের ন্যায় পাশে থাকবেন ও পারস্পরিক সহযোগতিার মাধ্যমে বেড়া উপজেলাকে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করার চেষ্টা অব্যহত থাকবে এমন প্রত্যয় ব্যক্ত করেন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন ।
নির্বাহী অফিসার এর সাথে মতবিনিময়কালে আরোও উপস্থিত ছিলেন, মো: নুরুজ্জামান সহকারি অধ্যাপক (মার্কেটিং বিভাগ), মো: মাসুদুর রহমান (অর্থনীতি বিভাগ), প্রভাষক মো: বাশিরুল ইসলাম ইমরান প্রভাষক (আইসিটি বিভাগ) সহ প্রমুখ।