৮ দফা দাবির সমর্থনে ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু

করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফসহ ৮ দফা দাবির সমর্থনে ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু

করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ, শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন প্রদানসহ ৮ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হয়। ২৫ জানুয়ারি ২০২১, সোমবার দুপুর ১২.৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হয়। গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশ। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজউল্লাহ’র সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিনের সঞ্চালনায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব কান্তি।

অধ্যাপক এম এম আকাশ বলেন, “করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও বেতন ফি আদায় করা অমানবিক। এমনকি বাজার অর্থনীতির বিবেচনাতেও শিক্ষা প্রতিষ্ঠানের সকল সুযোগ-সুবিধা ল্যাব, লাইব্রেরি বন্ধ থাকার পরেও এসবের ফি আদায় করা অন্যায্য। পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে।”
এ সময় তিনি গণস্বাক্ষরের মতো কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী-অভিভাবকদের সাথে ছাত্র সংগঠনগুলোর গণ-সম্পৃক্ততা গড়ে তোলার আহ্বান জানান।

ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজউল্লাহ বলেন, “করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফসহ ৮ দফা দাবি সারাদেশের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকবৃন্দের সমর্থন রয়েছে। ছাত্র ইউনিয়ন গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের ঐক্যবদ্ধ করে আন্দোলন জোরদার করবে।”

গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কেএম মুত্তাকী, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি প্রিতম ফকির, ঢাকা কলেজ সংসদের সভাপতি বিএম জোবায়ের প্রধান, কবি নজরুল সরকারি কলেজ সংসদের সভাপতি শামীম হোসেন, ঢাকা জেলা সংসদের সভাপতি মনির হোসেনসহ প্রমুখ। আগামী ২ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত সারাদেশে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম চলবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *