নতুন হুইলচেয়ার পেয়ে সিরাজগঞ্জের শারীরিক প্রতিবন্ধী ছোট সাদিয়ার মুখে ফুটল হাসি…

মানুষের জীবন কতটা বেদনাদায়ক ও কষ্টের হতে পারে সেটা শারীরিক প্রতিবন্ধী সাদিয়াকে নিজ চোখে দেখলে বুঝা যায় ।
সাদিয়া চলতে পারে না, কথা বলতে পারে না। এমন অনেক অসহায় শারীরিক প্রতিবন্ধী মানুষগুলোর খোঁজখবর নিলে তাদের পরিবার গুলোর মধ্যে একটু সাহস জাগে। একটা হুইলচেয়ার অনেক টাকা না। সেটা অনেক পরিবারের পক্ষে কেনা সম্ভব হয় না।

নুরুল ইসলাম সাজেদুল এর সার্বিক সহযোগিতায় মানবতার ফেরিওয়ালা মামুন বিশাস এর মাধ্যমে সিরাজগঞ্জের প্রতিবন্ধী ছোট সাদিয়াকে উপহার হিসেবে প্রদান করা হল নতুন হুইলচেয়ার । এতে করে সে কিছুটা হলেও চলাচল করতে সক্ষম হবেন ।

অসহায় শারিরীক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তাদের যদি অল্প একটু খুশি করতে পারি, তবে এটাই আমাদের সফলতা মামুন বিশ্বাস। সার্বিকভাবে সহায়তা করার জন্য নুরুল ইসলাম সাজেদুলকে তিনি ধন্যবাদ জানান ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *