আমাদের নেতা
-বিপাশা ইসলাম
মঞ্চে উঠে অনেক নেতা হাত করে শক্ত
বলেন জোরে দেশের জন্য দিবো বুকের রক্ত
বাসায় এলে প্রানের গিন্নি বলল কাছে এসে
বুকের রক্ত দিলে তুমি থাকবে কি আর বেঁচে
নেতা তখন হেসে হেসে চুপি চুপি কয়
আরে! পরের রক্ত দিব বটে নিজের রক্ত নয়।।