মেয়েটি প্রতিদিন ধর্ষণ হয়েছিল তার প্রেমিকের কাছে
-কেএম মিন্টূ
মেয়েটি প্রতিদিন ধর্ষণ হয়েছিল তার প্রেমিকের কাছে, মাসের পর মাস যায় তবুও।
একদিন মেয়েটি ছেলেটিকে বিয়ে করতে চাইলো, বিনিময়ে মেয়েটিকে নির্জন মাঠে নিয়ে কয়েকজন বন্ধু মিলে মেয়েটির শরিরের বিভিন্ন যায়গায় আগুনের ছেকা দেওয়া হলো।
“তোর এত বড় সাহস বিয়ের কথা বলিস, তোরা গার্মেন্ট শ্রমিক, তোদের ভোগ করা যায়, বিয়ে নই”।
তবুও মেয়েটি ছেলেটিকে ভালো বাসে, বিয়ে করতে চাই।
কদিন আগে আদালতে ছেলেটির সাথে মেয়েটির দেখা হয়েছিল, কথা হয়নি, সুধু চোখে চোখ রেখেছিল, মেয়েটি এভাবে তার প্রেমিককে দেখতে চাইনি, তবুও দেখতে হয়েছিল কারণ ছেলেটি মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছিল।
তবুও মেয়েটি ছেলেটিকে বিয়ে করতে চাইলো।
এভাবে ছেলেটিকে দেখার পর মেয়েটির মনে একটু দোলা দিয়েছিল। কারণ মেয়েটির মনে তার জন্য ভালোবাসা ছিল।