হে গণতন্ত্র
-নূরজাহান ছাদেক নূরী
হে গণতন্ত্র তুমি কী?
তুমি কী পিতার সামনে ধর্ষিতা কন্যা?
তুমি কী সন্তানের সামনে ধর্ষিতা মা?
তুমি কী ভাইয়ের সামনে ধর্ষিতা বোন?
তুমি কী স্বামীর সামনে ধর্ষিতা স্ত্রী?
তুমি কী অক্ষম নিরাপত্তা দিতে?
তোমার কী নেই কোন মানবতাবোধ?
তুমি কি অন্ধ বোবা বধির?
মনুষ্যত্ব বিবেক বুদ্ধি ভালোবাসা
হারিয়ে তুমি কী নিঃস্ব?
নাকি তুমি ক্ষমতাধর স্বপ্ন বিলাসী
মানুষের খেলার পুতুল?
তাদের ভোগ বিলাসের চাবিকাঠি?
তাই যদি হয় তো——————-
চাইনা তোমায়!
ধিক্কার জানাই তোমাকে,
ঘৃণা করি উজাড় করে মন প্রাণ,
ধ্বংস হও তুমি,
বিলুপ্ত হোক তোমার অস্তিত্ব !
অভিসম্পাত তোমায় নিরন্তর !!