সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী জয়নাল আবেদিন ফেইজবুকের কল্যাণে উপহার হিসেবে পেলেন দোকান ও হুইলচেয়ার ।

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার থানা পাড়া গ্রামের হোসেন আলি মুন্সির ছেলে জয়নাল আবেদিন কে আত্মনির্ভরশীল হয়ে সুন্দরভাবে জীবন পরিচালনার করার  লক্ষে ফেইজবুকের কল্যাণে অর্থ সংগ্রহ করে দোকান ও হুইলচেয়ার উপহার হিসেবে প্রদান করা  হয়েছে  ।

আজ ৯ জানুয়ারী- শনিবার   সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার সদর গ্রামের থানা পাড়া এলাকার জয়নাল আবেদিনকে নগদ টাকা, দোকান ও  হুইলচেয়ার  উপহার হিসেবে  তুলে দেন মানবতার  ফেরিওয়ালা  মামুন বিশ্বাস।

এসময়ে মামুন বিশ্বাস বলেন, ‘কৃতজ্ঞতা আপনাদের প্রতি যারা টাকা পাঠিয়ে প্রতিবন্ধী জয়নালকে আত্মনির্ভশীল করার সুযোগ করে দিয়েছেন। আমি মাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল শেখ, ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খন্দকার,তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ, সাংবাদিক আশরাফুল ইসলাম রনি, মৃনাল সরকার মিলু, মো: ইউসুফ , ভিলেজ ভিশনের ভলান্টিয়ার মাসুম বিল্লাহ, ইমন,মাসুদ মন্ডল,মেহদি, নাঈম,আনোয়ার, রিপন প্রমুখ।

 

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *