সিরাজগঞ্জের তাড়াশে (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক সামাজিক সংগঠন) পাশে আছি এর সহযোগিতায় ভিলেজ ভিশনের আয়োজনে শীতার্ত ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন ।
৪-জানুয়ারী সোমবার ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার এর সভাপতিত্বে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে শীত বন্ত্র বিতরণ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম ।
অনুষ্ঠা্নে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম বলেন, শীতের এই মুর্হুতে আমরা সবাই যদি মানুষের পাশে দাঁড়াই তাহলে শীতের কষ্ঠ হতে মানুষগুলো রক্ষা পাবে । সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সবাইকে আহবান জানান।
ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার বলেন যে, শীত হতে রক্ষা পাওয়ার লক্ষ্যে সুবিধা বঞ্চিত পথশিশু ও তাদের পরিবার এবং বয়স্কো ব্যক্তিদের মাঝে উপহার হিসেবে ১০০টি কম্বলগুলো প্রদান করা হয় । তিনি আরোও বলেন এই কাজে সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে শীতের কষ্ট হতে বহু মানুষ রক্ষা পাবে । মানবতার সেবায় এ কাজে অংশ গ্রহণ করার জন্য তিনি সবার প্রতি তিনি অনুরোধ জানান ।
শীত নিবারনের গরম কম্বল পেয়ে উপকারভোগিরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন শীতের এই সময়ে আমাদের পাশে এসে সহযোগিতা করার জন্য ভিলেজ ভিশন ও পাশে আছি সেবামুলক সংগঠনের সাথে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ভবিষ্যতেও এমনভাবে সংগঠনগুলো আমাদের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন ।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, সাংবাদিক ফারুক মির্জা,আশরাফুল ইসলাম রনি, বারিক,শায়লা পারভিন, ও আরিফ, ভলেন্টিয়ার মোঃ মেহদি,তাইবুর,মাসুদ,নাইম ,মোঃ শরীফুল ইসলাম ,সানোয়ার,ইমন,জেসমিন, মোঃ মারুফ,মোঃ সাকিল,শাহাদাৎ, আনোয়ার হোসেন,মোঃ মাসুম বিল্লাহ ও মোঃ আরিফ প্রমুখ ।