সুবিধা বঞ্চিত শিশুদের পাশে সেবামুলক সংগঠন ভিলেজ ভিশন||

সিরাজগঞ্জের তাড়াশে ভিলেজ ভিশনের আয়োজনে পথশিশুদের মাঝে  পোশাক, শীতের কাপড় ও  বিভিন্ন ধরনের খেলার সামগ্রী তুলেন দিলের  সংগঠনের পরিচালক শরীফ খন্দকার ।

ভিলেজ ভিশনের আয়োজনে শিশুরা এই মিলনমেলায় অংশগ্রহণ করে বেশ আনন্দ প্রকাশ করে । শিশুদের  নিয়ে এমন আয়োজনে এলাকাবাসীরা ভিলেজ ভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার বলেন শিশুরা  হচ্ছে আমাদের আগামী  দিনের ভবিষ্যৎ । তাই তাদের  যত্নসহকারে আর্দশবান মানুষ হিসাবে গড়ে তোলার মাধ্যমেই  শিশুরা দেশের সার্বিক উন্নয়ন কাজে নিজেদেরকে কাজে লাগিয়ে দেশ ও জাতীর উন্নয়নের কাজ করে  যেতে সক্ষম হবে  । তাই সকল শিশুদের পাশে এসে সহযোগিতার মাধ্যমে এই শিশুদের উন্নত জীবন গড়ার ক্ষেত্রের আমরা সবাই  এগিয়ে আসতে পারি ।

এসময়ে  ভিলজে ভিশনের স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন |

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *