জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের এর উদ্যোগে আশুলিয়ায় অবস্থিত স্কাইলাক্স এ্যাপারেলস লিঃ এর মালিক কারখানা বন্ধ, শ্রমিকদের ২৪ মাসের বেতন থেকে কর্তনকৃত টাকা পরিশোধ না কোরে পালিয়ে যাওয়ার প্রতিবাদে ও কারখানা খুলেদেয়া, কর্তনকৃত টাকা পরিশোধের দাবিতে আজ ১৮/১২/২০২০ ইং তারিখ বেলা ১০:৩০ ঘটিকয় আশুলিয়া প্রেসক্লাবের সামনে। বিক্ষোভ মিসিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কাইলাক্স এ্যাপারেলস লিঃএর শ্রমিকদের বিক্ষোভ মিসিল ও সমাবেশ
