পথশিশু কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যসেবা প্রদান।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৭ই ডিসেম্বর  বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর দেওয়ান হাট বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেন পথশিশু কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম শাখা। অর্থের  অভাবে যেসকল অসুস্থ্য মানুষ   চিকিৎসা নিতে পারেন না এমন  অসুস্থ্য রোগীরা চিকিৎসা সেবা নিতে  মেডিকেল ক্যাম্পে দলবেঁধে   চিকিৎসা সেবা নিতে আসেন।

পথশিশু কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সেচ্ছাসেবক কর্মীরা চিকিৎসা নিতে আসা অসুস্থ্য  ব্যক্তিদের স্বাস্থ্য সেবা দিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিলেন ।  চিকিৎসা সেবা নিতে আসা  অসুস্থ্য মানুষ চিকিৎসা সেবা পেয়ে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সকল কর্মী ও ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পথশিশু কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন  বলেন আমাদের সামান্যতম চেষ্টায় কিছু অসুস্থ্য মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার চেষ্টা করছি । তিনি আরোও বলেন  উক্ত ক্যাম্পিংয়ে দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে  ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।

এসময়ে উপস্থিত ছিলেন পথশিশু কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সহ-সভাপতি  মোঃ সোহেল মাহমুদ, সাধারণ সম্পাদক নেজাদ ই দ্বীন, শিক্ষা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রহি, শিক্ষা সম্পাদিকা মোছাঃ শারমিন আক্তার সুবর্না, শিক্ষক মোঃ তানজিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *