আমি আমার লাল নীল দুনিয়ায় অনেকটুকু স্বাধীনতা চাই।
আমি চাই না মেয়ে হয়ে জন্মেছি বলে মানুষ এসে আমাকে বলুক আমার কি করা উচিত আর কি করা উচিত না।আমি চাই না কখনো কখনো ঘরের বাইরে কাজ করতে হবে বলে মানুষ আমাকে উড়নচন্ডী ভাবুক,, আমি চাই আমাদের সমাজের মানুষগুলো মেয়ে ছেলেদের সমান সম্মান করুক। অনেক মেয়েই আছে সমাজের মানুষের কথা ভেবে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না। সমাজের মানুষ কি বলবে সেইটা ভেবে তারা বাড়ির বাহিরেও যাইতে ভয় পাই। একদিকে সমাজের মানুষ কি বলবে তার ভয় অন্যদিকে নিজের ক্যারিয়ার কিভাবে গোছাবে তার চিন্তা করতে করতে একটা সময় সেই মেয়ে ডিপ্রেশনে চলে যাই। কখনো কখনো মনে হয় আমাদের জীবন যেনো জীবন নয় চলন্ত একটা সফটওয়্যার যখন যে যা চাই তখন আমাদের তাই করতে হয়। আমরা মেয়েরা কেনো স্বাধীন দেশের নাগরিক হয়েও স্বাধীন ভাবে চলতে পারি না এই প্রশ্নটা আমাদের সব মেয়েদের মাথার উপর সব সময় ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। আমাদের সবার উচিত সমাজের লোকে কি বললো সেইটা না ভেবে নিজের যেইটা করতে ইচ্ছে হবে সেইটাই করি। নিন্দুকের কাজই হলো নিন্দা করা। আমরা সব মেয়েরা যদি একসাথে হয়ে রুখে দাঁড়ায় তাহলে কারো সাধ্য হবে না আমাদেরকে আটকানোর। তো তার জন্য আমাদের কঠোর হতে হবে যাতে কেউ কিছু বললে আমরা তার প্রতিবাদ করতে পারি।
লেখকঃ ফাহমিদা ইয়াসমিন কনিকা, কালিয়াকৈর, গাজীপুর।