পাবনার ঈশ্বরদীতে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ওসাকা এর উদ্যোগে বৃক্ষরোপন দিবস পালিত।

বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ওসাকা’র উদ্যোগে শুক্রবার (১০ জুলাই ২০২০ইং)  তারিখে পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়িতে অবস্থিত ‘কবিতা উদ্যান  প্রাঙ্গনে ওসাকা বৃক্ষরোপন  দিবস  পালন করেছে ।

মূলত ওসাকা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবি মজিদ মাহমুদ-এর পিতা কেরামত আলী বিশ্বাস-এর মৃত্যু দিবসের স্মরণে প্রতি বছর এ দিবসটি উৎযাপন করা হয়।‘ওসাকা বৃক্ষরোপন দিবস’ এ গাছের চারা রোপনের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন পাবনার ঈশ্বরদী উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস।

 


প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের কারণে  এ বছর সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আকারে দিবসটি পালন করা হয়। এ দিবসে পরিবেশ ও বনায়ন সম্পর্কে স্থানীয়দেরকে সচেতন করা হয় এবং স্থানীয় গ্রামবাসীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি সংস্থার বিভিন্ন অফিস আঙ্গিনা ও নিজস্ব জমিতে বাগান সৃজন করা হয়। এই ধারাবাহিকতায় এ বছর বিভিন্ন ধরনের গাছের চারা যেমন: আমলকি, হরিতকি, জামরুল, পাইন, জলপাই, আকাশমণি, সোনারু, মেহেদি, বেল, আম ও লেবুর চারা বিতরণ করা হয়। ছোট ছোট শিশু ছেলে-মেয়ে হাতে বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেওয়া হয় ।

বৃক্ষরোপন দিবসে  গাছের চারা বিতরণের সময়ে উপস্থিত ছিলেন- ওসাকা’র পরিচালক মোঃ মাজহারুল ইসলাম, উপ-পরিচলক মোঃ সাইফুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস, ওসাকা’র সাবেক সাধারণ সদস্য নুরজাহান বেগম, অভ্যন্তরীণ নিরীক্ষক মোঃ ইয়ারুল ইসলাম ও মোঃ আব্দুল জব্বার, শেলী বিশ্বাস, কৃষিবিদ মোঃ মাসুদ রানা প্রমুখ।

Top of Form

 

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *