ড. ইউনূসের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ আবু সায়েমের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশী রায়ে সাজা দেয়ার প্রতিবাদ জানিয়ে সার্বভৌমত্ব রক্ষা পার্টি সরপে চেয়ারম্যান আবু সায়েম বলেন, শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশী রায়ে আজ ৬ মাসের কারাদন্ড দিয়েছেন শেখ হাসিনার আদালত।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে এক ভিডিও বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সায়েম বলেন, এই রায়ে পুরো জাতি লজ্জিত। এই রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি। প্রতিহিংসার বশবর্তী হয়ে এই রায় যে দেয়া হয়েছে, তার প্রমান শেখ হাসিনা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে হুমকী দেয়ার ঘটনা ও বার বার মিথ্যা অভিযোগের বিষয় গুলো প্রমান করে।

সরপের চেয়ারম্যান বলেন, ২০২২ সালের ১৮ মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মা নদীতে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকী দেন বেগম খালেদা জিয়াকে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকিও দিয়েছিলেন। তখন থেকেই স্পষ্ট হয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে তার গভীর দুরভিসন্ধি করা হচ্ছে।

আবু সায়েম বলেন, দেশে আওয়ামী লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের হোতা, লুটেরা,ব্যাংক ডাকাত, ঋন খেলাফিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেয়া হয় ড. মুহাম্মদ ইউনুসের মতো জাতির গর্বকে।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © biplobiderbarta
Developer Design Host BD