আর্ন্তজাতিক নারী দিবস ৮ই মার্চ উপলক্ষে,আজ ৫ই মার্চ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে,গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনও ন্যাশনাল ওয়ার্কাস ইউনিটি সেন্টার থেকে মানববন্ধরও র্রালী অনুষ্ঠিত হয়৷আই এল ও এর ১৯০ কনভেনশন অনুসর্মথন করে কর্মক্ষেত্র বা কাজের দুনিয়াকে হয়রানীও সহিংসতা মুক্ত রাখতে জোর দাবী জানিয়েছেন সন্মানী সংগ্রামী নারী নেত্রী সুলতানা ম্যাডাম৷ এবং আমাদের দাবী ৮ই মার্চ নারী দিবস গার্মেন্টস সহ সকল সেক্টরে সরকারী ছুটির দাবী জানাচ্ছি৷