
হারকিউলিস তোমাকে দেখিনা কোথাও
হারকিউলিস তোমাকে দেখিনা কোথাও ——নাসিমা খান হারকিউলিস, তোমাকে বড় প্রয়োজন কবিতা লিখতে গেলে শুধুই প্রেমের কবিতা লিখি বিরহের কবিতা অশ্রু দিয়ে ভাসিয়ে দিই ঘাস ফড়িংয়ের ডানা ভাঙি, আকাশের নীলে হারাই ঋতু পরিবর্তনের বৈচিত্র্য নিয়ে কত আহ্লাদ করি বর্ষা নিয়ে কাব্য কথার শেষ নেই, শরতের মেঘের কী বিচিত্র রূপ! আহা মরি মরি! অসীম শূন্যতায় ভেরি…